মানিক রয়,জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও) :
ঠাকুরগাঁওয়ে বাদামের বস্তা থেকে ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে সদর থানার পুলিশ এবং একজনকে আটক করে। ১২ আগস্ট (বুধবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোল্ডেন লাইন নামক একটি পরিবহণ বোদা থেকে বরিশাল যাওয়ার সময় ঠাকুরগাঁও বিজিবি ক্যাম্পের সামনে ঠাকুরগাঁও টু ঢাকা মহাসড়কে গাড়িটিকে আটক করে পুলিশ।
এ সময় পুলিশ গাড়িটি তল্লাসি করে গাড়িতে থাকা বাদামের বস্তা থেকে ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং সদর উপজেলার রুহিয়া থানার চাপাতি গ্রামের বিরেণ চন্দ্র রায়ের ছেলে রাম প্রসাদ রায় (৩০) নামের এক জনকে আটক করে পুলিশ।
এসময় উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ, পুলিশ পরিদর্শক গোলাম মর্তুজাসহ অনেকে। এ বিষয়ে সদর থানার পুলিশ পরিদর্শক গোলাম মর্তুজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সত্যপীর ব্রীজ বিজিবি ক্যাম্পের সামনে গাড়ি আটক করে তল্লাসি চালিয়ে গাড়ির ভেতরে রাখা বাদামের বস্তা থেকে ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং সেখানেই একজনকে আটক করা হয়।