মানিক রয়,(জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও) :
এপেক্স ক্লাব অফ ঠাকুরগাঁও সোমবার সকালে এক দুস্থ প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার বিতরণ করেন। দুস্থ প্রতিবন্ধী শিশুটির নাম মোস্তাকিনা (৯)। তার বাড়ি সদর উপজেলার বেগুন বাড়ি ইউনিয়নে। সোমবার সকালে এপেক্স ক্লাব অফ ঠাকুরগাঁও এর উদ্যোগে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী উপজেলা অফিসার মো : আব্দুল্লাহ আল মামুন, এপেক্স ক্লাব অফ ঠাকুরগাঁও এর সভাপতি ও ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষক মো: আনিসুর রহমান, ক্লাবের সাধারণ সম্পাদক মো: মেহেরাব হোসেন সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। মোস্তাকিমা দীর্ঘদিন ধরে একটি হুইল চেয়ারের জন্য কষ্ট করে আসছিল। খবর পেয়ে তার পাশে দাঁড়ায় এপেক্স ক্লাব অফ ঠাকুরগাঁও।