জেলা প্রতিনিধি, মোঃ নাঈম ইসলামঃ কৃষির জমির জন্য অতি প্রয়োজনীয় খাদ্য উপাদান হচ্ছে ইউরিয়া সার। যা জমিকে সরবদাই উর্বর করতে সাহায্য করে। কিন্তু দীর্ঘদিন এই সার গুদামে থাকার কারণে জমাট বেধেছে যা কৃষক ক্রয় করতে অনাগ্রহ প্রকাশ করছে। এতে করে বিপাকে পরেছে ডিলার ও সার ব্যবসায়ীরা। যদিও উপজেলা কৃষি অফিস বলছে সারের গুনগত মান সঠিক রয়েছে।
ইউরিয়া সার জমাট বাধার এই ঘটনায় ভুক্তভোগী দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার উপজেলাবাসী।
উপজেলা কৃষি অফিস জানায়, চলতি বছর আমন মৌসুমে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৯ হাজার ৬ শত হেক্টর জমি। যা চাষের জন্য সারের চাহিদা অনুমান করা হচ্ছে ৫ হাজার ৮ শত ২২ মেট্রিক টন। কৃষি অফিস আরো জানায় যে এখন পর্যন্ত ৩ হাজার ২২ মেট্রিক টন ইউরিয়া সার উত্তোলন করা হয়েছে। গুদামের ৩৬০০০ হাজার বস্তা এখনও উত্তোলনের অপেক্ষায়।
জমাট বাধা সার ক্রয়ে কৃষকের অনিহার কথা উপজেলা কৃষি কর্মকর্তা আবুরেজা মোঃ আসাদুজ্জামান কে জানানো হলে তিনি বলেন, জমাট বাধা সার ক্রয়ের ব্যাপারে কৃষকদের অনীহার বিষয়টি আমরা জেনেছি। সারের গুনগত মান নিয়ে কোন সমস্যা নেই। এ ব্যাপারে জেলা কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। জেলা এ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।