মোঃ খাইরুল ইসলাম চৌধুরীঃ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, নড়াইল-এর আয়োজনে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে এফবিসিসিআই কর্তৃক নড়াইলে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক, নড়াইল। মোঃ হাসানুজ্জামান, সভাপতি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, নড়াইল- এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রবীর কুমার রায়, পুলিশ সুপার, নড়াইল, জনাব ডাঃ নাসিমা আক্তার, সিভিল সার্জন, নড়াইল ও ডাঃ মোঃ আসাদুজ্জামান মুন্সী, তত্ত্বাবধায়ক, নড়াইল সদর হাসপাতাল।
চেম্বার সভাপতি, জেলা প্রশাসকের মাধ্যমে নড়াইল সদর হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা, অক্সিজেন কনসেন্ট্রেটর ও অক্সিজেন সিলিন্ডার প্রভৃতি চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।