মোঃ আব্দুল হাকিম,প্রতিনিধি, রংপুর (বদরগঞ্জঃ রংপুরের বদরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আঞ্জুমান আরা আঞ্জু অসুস্থ হয়ে নিউ রংপুর ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় তার চিকিৎসার জন্য এমপি পত্নী সুরভী চৌধুরী নগদ অর্থ ঢাকা থেকে বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেন।
জানা গেছে, নারী নেত্রী আঞ্জুমান আরা আঞ্জু দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন। গত ০৩ জানুয়ারি নিউ রংপুর ক্লিনিকে ভর্তি হন। বুধবার ক্লিনিকের কর্মরত ডাক্টার তার জরায়ুর অপেরেশ করেন। এমন খবর পেয়ে এমপি পত্নী সুরভী চৌধুরী ঢাকা থেকে বিকাশের মাধ্যমে তার সুচিকিৎসার জন্য টাকা পাঠান। এতে করে এলাকায় এমপি পত্নীকে সাধুবাদ জানিয়েছন, সুশীল সমাজের ব্যক্তিবর্গরা।
এমপি পত্নী মিসেস সুরভী চৌধুরী বলেন, তিনি ব্যক্তিগতভাবে আঞ্জুর চিকিৎসার জন্য ঢাকা থেকে নগদ অর্থ বিকাশে পাঠিয়েছে। আমি যা পাঠিয়েছি এতে করে আঞ্জু ক্লিনিক থেকে নিজ বাড়িতে ফিরতে পারবেন, আমি দোয়া করি সে সু্স্থ হয়ে বাড়ি ফিরবেন।
তিনি আরো বলেন, আঞ্জুর চিকিৎসায় এমপিসহ আমি নিজে পাশে আছি।
অসুস্থ আঞ্জুমান আরা আঞ্জু টাকা পেয়ে খুশি হয়ে সুরভী চৌধুরীর জন্য দোয়া প্রার্থনা করেন