এ এইচ রিপন ভোলা জেলাপ্রতিনিধি৷৷
ভোলার চরফ্যাশন উপজেলা নুরাবাদ ইউনিয়নের আব্বাস উদ্দিন (৩২) কে এওয়াজপুর ইউনিয়নের এক কলেজে ছাত্রীকে ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগে আটক করেছেন৷ গতকাল চরফ্যাশন আদালতের মাধ্যতে অভিযুক্ত আব্বাস কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে৷
রবিবার (১৫ নভেম্বর) এওয়াজপুর ইউনিয়নে ভিকটিম লাইজু বেগম এর বাসা থেকে আব্বাস কে আটক করেন শশীভূষণ থানা পুলিশ৷ চরফ্যাশন মেঘনা ডায়াগনস্টিক সেন্টারের দালাল হিসেবে পরিচিত, নুরাবাদ ইউনিয়ন ৪নং ওয়ার্ড চর তোফাজ্জল গ্রামের মৃত জামাল মিয়ার ছেলে আব্বাস উদ্দিনের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে৷
জানা যায়, রবিবার মধ্যরাতে আব্বাস উদ্দিন ভিকটিমের ঘরের পিছনের বারান্দার দরজা দিয়ে কৌশলে ঘরে প্রবেশ করে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে৷ এ সময় মেয়েটির বাবা-মা ঘরে ছিল না৷ তার ডাক চিৎকারে বাড়ির অন্য মানুষ ছুটে এসে আব্বাসকে আটক করে শশীভূষণ থানা পুলিশকে খবর দেন৷
শশীভূষণ থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ভিকটিম নিজে বাদী হয়ে আসামীর বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেছেন৷ মামলা নং-৩/২০২০৷ ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্যে ভোলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷