শামীম হোসাইনঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে অসুস্থ শ্বশুরের জন্য সকালের নাস্তা নিয়ে যাওয়ার পথে গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ৭টার দিকে বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের মোস্তাফিজ মীরের স্ত্রী নাজিয়া বেগম (৩২) নিজের বাড়ী থেকে পার্শ্ববর্তী শ্বশুর বাড়ীতে যাওয়ার পথে একই এলাকার ওসমান গণির ছেলে মো. পান্না হাওলাদার (৪২) মুখোশ পরে পথ আটকিয়ে গৃহবধুর মুখ চেপে ধরে পার্শ্ববর্তী বাগানে নিয়ে যায়।
তখন ধর্ষণের চেষ্টা করলে গৃহবধু ডাক চিৎকার করলে স্থানীয় লোকের উপস্থিতি টের পেয়ে পান্না হাওলাদার পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন গৃহবধুকে উদ্ধার করে ইন্দুরকানী হাসপাতালে নিয়ে আসেন। গৃহবধু নাজিয়া বেগম জানান, স্বামীর বাড়ী থেকে শশুরের জন্য সকালের নাস্তা নিয়ে যাওয়ার সময় পান্না হাওলাদার পথ আটকিয়ে আমার মুখ চেপে ধরে বাগানে নিয়ে হেনস্থ করে। ডাক চিৎকার করলে লোকজন এগিয়ে এলে পান্না পালিয়ে যায়।
পান্না আমাকে প্রায় সময় উত্যক্ত করতো। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোক জানান, পান্নার নেতৃত্বে এলাকায় প্রতিনিয়ত তাস, জুয়া ও গাঁজার আসর বসে। এছাড়াও সে বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে জড়িত। ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, খবর শুনে পুলিশ পাঠিয়ে গৃহবধুকে উদ্ধার করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা।