উপজেলা প্রতিনিধি, কাহারোল, দিনাজপুর।
জানা যায় প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার (৩ জুলাই) তারগাঁ ইউনিয়নের পাহাড়পুর গ্রামের জাহাঙ্গীর হােসেনের কন্যা জাকিয়া আক্তার বাড়ীর পাশ্ববর্তী গ্রামে প্রাইভেট পড়তে গিয়েছিল। প্রাইভেট পড়ে বাড়ীতে ফিরে না আসায় মেয়েটিকে তার বাবা-মা অনেক খুজাখুঁজি করে না পেয়ে গতকাল রাতেই হারানো বিজ্ঞপ্তি সোশ্যালমিডিয়া প্রকাশ করা সহ এলাকার বিভিন্ন জায়গায় মাইকিং করে। তাকে (জাকিয়া) পরের দিন সকাল অনুমানিক ৯ টার দিকে কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের বনড়া গ্রামের পাট ক্ষেত্রে স্থানীয়রা মেয়েটিকে মাটিতে পুতা রাখা অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয় এবং কাহারোল থানার ফোর্স গিয়ে মেয়েটির লাশ উদ্ধার করে।
এদিকে ঘটনাস্থল পরির্দশ কবেন, দিনাজপুর পুলিশ সুপার মোঃ আনারুল ইসলাম, এডিসােনাল এসপি মােমিনুল ইসলাম, কাহারােল সার্কেল এর সহকারী সিনিয়র পুলিশ সুপার মোঃ রওশন আলী, কাহারােল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলী। স্থানীয়রা ধারনা করছে মেয়েটিকে ধর্ষন করার পর হত্যা করে মাটিতে পুতে রাখা হয়েছে । লাশটিকে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপালে প্রেরন করা হয়েছে ।
এব্যাপারে কাহারাের থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে ।