জেলা প্রতিনিধি, মোঃ নাঈম ইসলামঃ
দিনাজপুরের জেলার কাহারোল উপজেলায় ৮ আগস্ট ২০২১ রবিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে দুঃস্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্যে এম এস গোপাল এমপি ।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আযম। উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, কাহারোল থানার ওসি মো. রইচ উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তারসহ আরো অনেকে।