মোঃ খাইরুল ইসলাম চৌধুরীঃ নড়াইলের কালিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে কাতেবার শেখ (৫৫) নামের এক মেম্বরসহ তিনজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত কাতেবারকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার আমবাড়ি গ্রামের খাইরুল শেখের বাড়ীর সামনে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে আমবাড়ি গ্রামের আলমগীর হোসনের পক্ষ ও কাতেবার শেখের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলছিলো। এর জের ধরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাতেবার শেখ এবং ওই গ্রামের হায়দার শেখের ছেলে মুন শেখ (৪০) বনগ্রাম বাজার থেকে ফেরার সময় খাইরুল শেখের বাড়ির সামনে পৌছালে আলমগীরের পক্ষের লোকজন তাদের কুপিয়ে গুরুতর জখম করে। এসময় পাশের বাড়ির এখলাজ শেখ (৫০) ঠেকাতে গিয়ে তিনিও আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়। এর মধ্যে কাতেবার শেখের অবস্থার অবনতি হলে সকালেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।