রাঙ্গুনিয়া প্রতিনিধি
করোনা মহামারিতে গরীব মানুষদের মাঝে ভ্যানগাড়ী উপহার দিয়ে মানবতার হাত বাড়িয়ে দিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশলী ইঞ্জিনিয়ার অলি আহমেদ। রাঙ্গুনিয়া উপজেলার ২নং হোছনাবাদ ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর অসহায় মানুষের মাঝে ভ্যান গাড়ি উপহার দেন। উপহারকৃত ভ্যানগাড়ি দিয়ে ৬টি পরিবারকে কর্মসংস্থান ব্যবস্থা করে দিয়েছেন। এসময় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার গরীব ও দুঃস্থ মানুষদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
তারই ধারাবাহিকতায় বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগেও আওয়ামী লীগের নেতাকর্মীরা গরীব ও দুঃস্থ মানুষদের সহায়তা প্রদান করছে। এর পাশাপাশি তিনি আমাদের এলাকার যারা বৃত্তবান ব্যক্তি আছে, আপনারাও এ মহামারীতে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন জানান। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ মঈন উদ্দীন মঈনু, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউর রহমান সানসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।