শীত বৃদ্ধির সাথে সাথে করোনা ভাইরাসের বিস্তার বৃদ্ধি পেতে পারে। ইতিমধ্যে সরকার সবার জন্য মাস্ক ব্যাবহার করা আইন করেছে। আমাদের করোনা হবে না এমন আবেগী কথা না বলে সবার প্রয়োজন সচেতন হওয়া, সাবধান থাকা।
সেই লক্ষ্যে যশোর সদরের ১৫ বসুন্দিয়া ইউনিয়নের সামাজিক সংগঠন “আলোকিত জয়ান্তা” জয়ান্তা খোলাডাংগা ৬ নং ওয়ার্ড পর্যায়ে ৬০০ মাস্ক বিতরণ করেছে। মানুষকে বোঝানোর চেষ্টা করেছে “যে মাস্ক ইস মাস্ট নাউ”।
গ্রামের চারপাড়ায় মাস্ক বিতরণ কাজে তরুনদের সহযোগিতা ছিল অকৃত্রিম। পাড়ার সান্ধ্যকালিক মিলনমেলা মানুষের ক্লান্তি ভুলার কেন্দ্রবিন্দু দোকানপাটের সম্মুখে অলস সময় কাটানো জনগণের মধ্যে এই মাস্ক বিতরণ করা হয়। জনস্বার্থে, জনস্বাস্থ্য বিবেচনায় মাস্ক বিতরনের সময় উপস্থিত ছিলেন আলোকিত জয়ান্তার সহসভাপতি প্রভাষক আব্দুল কাদির, অর্থ সম্পাদক খাদ্য কর্মকর্তা মিকাইল হোসেন, সভাপতি প্রভাষক মোঃ নাজিম উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরে আলোকিত জয়ান্তা ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর খেলোয়াড়দের দল বন্টন লটারি অনুষ্ঠিত হয়। এবার পাচটি দল নিয়ে টুর্নামেন্ট হবে।
মাদকমুক্ত সমাজ গড়তে তরুন যুবকদের খেলাধুলায় যুক্ত করতে প্রতিবছর একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে থাকে মানব কল্যানে কাজ করা সকলের পরিচিত সংগঠন ” আলোকিত জয়ান্তা “।