এ. এইচ. রিপন ভোলা জেলা প্রতিনিধিঃ বর্তমান সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৫ম দিনে বিধি নিষেধ অমান্য করায় ভোলার লালমোহনে ১০ জনের অর্থদন্ড করা হয়েছে। ২৭ জুলাই মঙ্গলবার লালমোহন পৌর শহরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম। এসময় তিনি লকডাউনের বিধি নিধেষ অমান্য করায় ১০টি মামলা ও ১০ জনকে ২ হাজার ৯শত টাকা অর্থদন্ড করেন। পাশাপাশি সকলকে সচেতন করা সহ মাস্কবিহীন পথচারীদেরকে বিনামূল্যে মাস্ক বিতরন করেন।
এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের সংক্রমন রোধে কঠোর লগডাউনে সরকারি নির্দেশনা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া লালমোহনে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদের নেতৃত্বে পৌরশহরে প্রবেশের রাস্তায় পুলিশের ব্যাপক তৎপর দেখা গিয়েছে।