ওয়ার্ল্ড ভিশন কতৃক কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নে ৯০০ গাছের চারা বিতরণ-

    • আপডেট সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

    জেলা প্রতিনিধি -মোঃ নাঈম ইসলাম

    বৃহঃপতিবার (২১ এপ্রিল) উক্ত র্কমসূচীর মাধ্যমে দিনাজপুর জেলার কাহরোল উপজেলার ১নং ডাবোর ইউনয়িনরে ১৫০ দরদ্রি পরবিারকে ছয় প্রকারের ছয়টি করে (আম, লবেু, পয়োরা, পাপিয়া, বড়ই, লিচু) মোট ৯০০টি বনিামূল্েয গাছরে চারা বতিরন করা হয়। এছাড়াও একটি আদর্শ বাগানের ঘেড়া দেওয়ার জন্য নেট, বাগানে পানি দেওয়ার জন্য বালতি ও মগ, অপুষ্ট শিশুর জন্য পুষ্টিকণাও বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবু সত্যজিৎ রায় (চেয়ারম্যান, ১নং ডাবোর ইউপি),

    উক্ত অনুষ্ঠানে উক্ত ১ নং ডাবোর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান বাবু সত্যজিৎ রায় ওয়ার্ল্ড ভিশন-বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের ইউনিয়নে যে সকল দরিদ্র অপুষ্ট শিশু আছে তাদের পুষ্ট এবং যে সকল গর্ভবতী মা আছেন তারা যেন পুষ্ট শিশুর জন্ম দিতে পারেন এই লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন গত ১৩ এপ্রিল বুধবার জনাব মনোরঞ্জন শীল গোপাল এমপি মহোদয় এর উপস্থিতিতে ১৫০ পরিবারের মাঝে ১২ কেজি চাল, ২ কেজি ডাল ও ২ লিটার তেল বিতরণ করেন। সেই ধারাবাহিকতায় আজ গাছের চারা, পুষ্টিকণা বিতরণ করছে। ওয়ার্ল্ড ভিশন আমার ইউনিয়নে গত ২০২১ সাল থেকে কার্যক্রম শুরু করেছে। আমি আশা করবো প্রতিষ্ঠানটি ২০২৩ সালের পরেও যেন আমার ইউনিয়নের দরিদ্র পরিবারের সাথে কাজ করে যায়। আমি আবারো উক্ত প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই এবং সবসময় তাদের এই কার্যক্রমে সহযোগীতা করবো।

    এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন লিটন চন্দ্র দাস (প্রোগ্রাম অফিসার, ওয়ার্ল্ড ভিশন-বাংলাদেশ, কঙওঈঅ, কাহারোল, দিনাজপুর)। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্যেশ্য ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

    এসময় উপস্থতি ছলিনে- পরিতোষ রায় (সচিব, ১নং ডাবোর ইউপি), বুলবুল আহমেদ (উপশহর কৃষি কর্মকর্তা, কাহারোল, দিনাজপুর), লিটন চন্দ্র দাস (প্রোগ্রাম অফিসার, ওয়ার্ল্ড ভিশন-বাংলাদেশ, কঙওঈঅ, কাহারোল, দিনাজপুর)।

    উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ নাঈম ইসলাম।

    Share This Post in Your Social Media

    Comments are closed.

    More News Of This Category
    All rights reserved © Tech Business Development Ltd.
    Support BY TechITBD
    error: Content is protected !!