মোঃ আব্দুল হাকিম প্রতিনিধি, রংপুর।
রংপুরের বদরগঞ্জে (বদরগঞ্জ-তারাগঞ্জের) সুযোগ্য অভিভাবক মাননীয় সংসদ সদস্য আ.ক.ম আহ্সানুল হক চৌধুরী ডিউক এর অর্থায়নে বাংলাদেশ ছাত্রলীগ বদরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে তরুন ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান আপন এর নেতৃত্বে উপজেলা এবং পৌরসভার বিভিন্ন স্থানে পথচারী রিকসাচালক, ভ্যান চালক, দিনমজুর এবং বিভিন্ন শ্রেনি পেশা মানুষের মাঝে ইফতার বিতরন করেন ।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র নেতা মোঃ নুরুজ্জামান (প্রান্ত), কামরুজ্জামান (শান্ত), নাহিদ হাসান বাধন, রোমান, মারুফ, আপন, আকাশ, শাহিন, সোহেল, দুলু সরকার, রাফি, তানু, আজম, আরমান, জাহিদ আরো অনেকে।