প্রদীপ দেবনাথ, উজিরপুর উপজেলা প্রতিনিধি:
উজিরপুর উপজেলার আওতাধীন শোলক ইউনিয়ন এর ত্রিমুখী ব্রীজ থেকে কাংশী বয়াতী ব্রীজ পযর্ন্ত সড়কে যানবাহন ও সাধারন মানুষের চলাচলে বেহাল গতি। রাস্তাটি একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে আছে বিগত ১ বছর যাবৎ। বৃষ্টিতে সাধারন মানুষের ভোগান্তি ওঠে তুঙ্গে, প্রতিনিয়ত চলাচল করতে হয় ঝুঁকি নিয়ে। একাধিক বার মারাত্বক দূর্ঘটনার সম্মুখীন হয়েছে গাড়ি চালক ও সহযাত্রীরা। সাধারন জনগন এর প্রতিকার চায়।