প্রদীপ দেবনাথ, উজিরপুর উপজেলা প্রতিনিধি:
বরিশাল জেলার উজিরপুরের তারাবারির তাঁরা মায়ের মন্দির হিন্দু ধর্মালম্বীদের মহা পবিত্র স্থান। তাঁরামন্দিরের তাঁরা মায়ের দেহের প্রায় ২৮ ভরি স্বর্ন অলংকার চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা । মন্দিরের প্রতিমার পাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ হইতে দেখা যায় ৩১ জানুয়ারী রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কিছু সংখ্যক মূখোশধারীরা স্বর্ন অলংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় উজিরপুর মডেল থানা পুলিশ মুন্ডপাশা গ্রামের মৃত গোপাল মাঝির ছেলে পরিমল মাঝি(৪৫), তার সহদর ভাই সঞ্জয় মাঝি(৪০) মৃত নীলকান্ত গাইনের ছেলে গোপাল গাইন(৪০), শিকারপুর গ্রামের মৃত নিত্যানন্দ দাসের ছেলে রনজিৎ দাস(৪২) নামক ৪ জনকে আটক করেছে।
বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: নাইমূল হক ঘটনা পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছেন, মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজ দেখে দূর্বৃত্তদের সানাক্তর চেষ্টা চলছে। মন্দিরের প্রহরীর দায়িত্বে থাকা গৌরঙ্গ চক্রবর্ত্তি (৬৫) জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে তিনি মন্দিরের তারা মায়ের প্রতিমার কক্ষে এসে দেখেন প্রতিমার দেহে রক্ষিত ৩০ ভরি স্বর্ন অলংকার নেই । মন্দিরের প্রহিত সুমান্ত চ্যার্টাজী জানিয়েছেন, এক বছর ধরে প্রতিমা তারা মায়ের দেহে বিভিন্ন স্থানে প্রায় ৩০ ভড়ি স্বর্ন অলংকার রক্ষিত ছিলো তিনি প্রতিদিন ওই মন্দিরের শিব ও তারা প্রতিমার কক্ষ খুলে তিনি পুজা অর্চনা করেন। সে পুজা দেবার পর মন্দির তালা দিয়ে গৌরঙ্গ চক্রবত্তির কাছে চাবি রেখে চলে যান। সোমবার সকালেও তিনি মন্দিরে গিয়ে দেখেন প্রতিমার স্বর্ন অলংকার চুরি হয়ে গেছে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক অমল দাস গুপ্ত ও সহ-সভাপতি দেবাশিষ দাস জানান মন্দিরটি পুনঃসংস্কার করেছেন ডাঃ পীযুষ কান্তি দাস এবং এ্যাড: বলরাম পোদ্দার তাঁরা মায়ের মুর্তির শরীরে এক বছর পূর্বে ৩০ ভরি স্বর্ণালংকার পড়িয়ে দেন। এটি লুট হওয়ায় আমরা মর্মাহত। সরেজমিনে গিয়ে দেখা যায় সকল দরজায় বাহির ও ভিতর থেকে তালাবদ্ধ ছিল। তবে একটি দরজার তালা খোলা ছিল। মন্দিরের চারদিকে সিসিক্যামেরার আওতাভুক্ত এবং মন্দিরের ভিতরেও দুটি সিসি ক্যামেরা রয়েছে। দূর্বৃত্তরা বাহিরের সিসি ক্যামেরাগুলো ঘুড়িয়ে ফেললেও ভিতরের ক্যামেরাগুলো সঠিক স্থানে থাকায় স্বর্ণলুটের ঘটনা ক্যামেরায় ধরা পড়ে। উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান জানিয়েছেন, রাত সাড়ে ৩ টার দিকে মন্দিরের প্রতিমার ২৮ ভড়ি স্বর্ন অলংকার লুট করা হয়। প্রায় ২ ভড়ি স্বর্নালংকার প্রতিমার দেহে রক্ষিত আছে এ ঘটনার সাথে জড়িত থাকার
সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। মালামাল উদ্বারের চেষ্ঠা অব্যাহত রয়েছে।