পিরোজপুর প্রতিনিধিঃ
হিন্দুধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ইন্দুরকানীতে ২৬টি পূজা মন্ডপে সাবেক মন্ত্রী জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির ব্যাক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২১ অক্টোবর বুধবার ইন্দুরকানী উপজেলা পরিষদ মিলনায়াতনে উপজেলা জাতীয় পার্টি জেপির সহ সভাপতি ও পাড়ের হাট ইউপি চেয়ারম্যান গোলাম ছরোয়ার বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হুসাইন মুহাম্মদ আল-মুজাহীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানা অফিসার ইনর্চাজ হুমায়ুন কবির, এসময় জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষো থেকে উপজেলা জেপির সদস্য সচিব মোঃ শাহিন হাওলাদার, যুগ্ম আহবায়ক, কাওছার আহমেদ দুলাল,শহিদুল অালম দোদুল, সাংগঠনিক সম্পাদক হারুনারশিদ পান্না, উপজেলা মহিলা পার্টির সভানেত্রী রাজীয়া সুলতানা রানী, উপজেলা শ্রমীক পার্টির সভাপতি আবুল বাশার মৃধা উপজেলা যুবসংহতী সভাপতি মজনু হোসেন রনি সহ উপজেলা জাতীয় পার্টি জেপির নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ননী গোপাল রায়,সম্পাদক বিকাশ চন্দ্র মজুমদার সহ উপজেলার ২৬ টি পূজা মন্ডপের সভাপতি সম্পদাক গন।
করোনা কালীন সময় হিন্দু সম্প্রদায়ের সবাইকে স্বাস্থবিধি মেনে শারদীয় দুর্গা উৎসব পালনের আহবান জানানো হয়েছে।