মোঃ শামীম হোসাইন (রিগান)
২য় ধাপে ইউপি নির্বাচনে পিরোজপুরের ইন্দুরকানীতে দুই ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী শাহীন হাওলাদার ও আ. লীগ মনোনীত কামরুজ্জামান শাওন তালুকদার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পত্তাশী ও পাড়েরহাট ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে
দুটি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে পত্তাশী ইউনিয়নে জাতীয় পার্টি (জেপি) মনোনীত বাই-সাইকেল প্রতীক নিয়ে শাহীন হাওলাদার ৩৫৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. লীগ মনোনীত হাওলাদার মোয়াজ্জেম হোসেন নৌকা প্রতীক নিয়ে ২৪৯৯ ভোট পেয়েছেন।
পাড়েরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আ. লীগ মনোনীত কামরুজ্জামান শাওন তালুকদার ৬১২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টি (জেপি) মনোনীত গোলাম সরোয়ার বাবুল বাই-সাইকেল প্রতীক নিয়ে ৪২৭৫ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার এএসএম রোকনুজ্জামান স্বাক্ষরিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য পাওয়া যায়।