পিরোজপুর জেলা ইন্দুরকানীতে এসি ল্যান্ড অফিসে কোন হয়রানি থাকবে না। এ অফিসের দরজা সবার জন্য উন্মুক্ত থাকবে। ভূমি সংক্রান্ত যে কোন সমস্যা সমাধানে জনগনের পাশে থাকবে ভূমি অফিস বলে আশ্বস্ত করেছেন ইন্দুরকানীর নব নিযুক্ত সহকারি কমিশনার (ভূমি) মৌসুমী নাসরিন।
উপজেলার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতায় তিনি তার দাপ্তরিক কাজকে গতিশীল করতে চান। তিনি সোমবার পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। মঙ্গলবার মৌসুমী নাসরিন ইন্দুরকানীতে তার কার্যালয়ের দায়িত্ব ভার আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেন।
এর পূর্বে তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৬ ব্যাচের একজন কর্মকর্তা।