পিরোজপুরের ইন্দুরকানীতে মাহে রমজান উপলক্ষ্যে চন্ডিপুর ইউনিয়নের ৬৫ টি হতদারিদ্র পরিবারের পাশে দাড়িয়েছে চন্ডিপুর তরুন সংঘ ক্লাব ।দারিদ্র পরিবার গুলোর মাঝে ইফতার সামগ্রী উপহার দিয়েছে এই ক্লাব ।মহামারি করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় সংগঠনের সভাপতি আসরাফুল ইসলাম (আলাল) ও সেক্রেটারি মোঃ ফরিদ হোসেন এর নির্দেশনায় ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে দুইজন প্রতিনিধি নির্বচন করা হয়।প্রতিনীধিবৃন্দ নিজ নিজ ওয়ার্ডের দরিদ্র পরিবারগুলোর বাড়ি বাড়ি মাহে রমজানের উপহার পৌছে দেয়। সংগঠনের সাংগঠনিক সাম্পাদক বলেন এই ধারাবাহিকতা বজায় রেখে সুবিধাবঞ্চিত দের যেন সব সময় এগিয়ে দিতে পারি সহযোগিতার হাত সেই প্রত্যাসাই করি। প্রচার সম্পাদক জানান,আমাদের মূল উদ্দ্যেশ্য সমাজের সুবিধাবঞ্চিতদের পাশে দাড়ানো। এসম ক্লাবে উপস্থিত ছিল উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রুহুল আমীন বাঘা, সাংবাদিক রিয়াজুল ইসলাম ও শামীম প্রমুখ। যে কেউ চাইলে আমাদের সাথে যুক্তহয়ে এই মহৎ কাজের অংশিদার হতে পারবে।