সিলেট প্রতিনিধি#
ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) কর্তৃক আয়োজিত ৫০তম আন্তর্জাতিক পত্রলিখন প্রতিযোগিতা-২০২১ এ ১৯২টি দেশের লক্ষাধিক প্রতিযোগীর মধ্যে ১ম পুরস্কার (স্বর্ণপদক) বিজয়ী মিস নুবায়শা ইসলামকে পদক হস্তান্তর অনুষ্ঠান (০৬ নভেম্বর) শনিবার সিলেট প্রধান ডাকঘরের হল রুমে অনুষ্টিত হয়।
সিলেট পোস্টাল বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মুহাম্মদ মোজাম্মল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম.এ. মান্নান এমপি।
বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার ও সচিব মোঃ খলিলুর রহমান স্যার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সিরাজ উদ্দিন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ, সিলেট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান প্রমুখ।