হেলমেট না পরায় একদিনে ৬০৪ মামলা, জরিমানা ১৮ লাখ

    • আপডেট সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২

    দিনাজপুর জেলা প্রতিনিধি, মোঃ নাঈম ইসলাম,

    দিনাজপুরে হেলমেট না পরায় একদিনে ৬০৪টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় ১৮ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    মোটরসাইকেল দুর্ঘটনা রোধে হেলমেট পরা নিশ্চিত করতে বিশেষ এ অভিযান শুরু করেছে পুলিশ।
    বুধবার (২৩ মার্চ) দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে দিনাজপুর জেলা পুলিশ দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে।
    অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সচীন চাকমা জাগো নিউজকে জানান, মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট পরা শতভাগ নিশ্চিত করতে জেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এখন থেকে চলমান অভিযানের পাশাপাশি সপ্তাহে যেকোনো একদিন বিশেষ অভিযান পরিচালনা করা হবে। হেলমেট না পরাসহ আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।তিনি আরও জানান, বুধবারের অভিযানে জেলার ১৩ থানায় হেলমেট-সংক্রান্ত ৬০৪টি মামলা করা হয়েছে। প্রতিজনকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। কেউ তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করেছেন। যারা তাৎক্ষণিকভাবে জরিমানা দিতে পারেননি তাদের মামলা দিয়ে সময় বেঁধে দেওয়া হয়েছে। তারা সরাসরি চালানের মাধ্যমে ব্যাংকে টাকা জমা দেবেন।
    ৬০৪টি মামলার মধ্যে হেলমেট না থাকার কারণে কোতোয়ালি থানায় ৯৪টি, বিরল থানায় ৪৯টি, চিরিরবন্দর থানায় ৪৫টি, ফুলবাড়ী থানায় ৩১টি, খানসামা থানায় ৪১টি, কাহারোল খানায় ৫৩টি, বিরামপুর থানায় ৪৮টি, পার্বতীপুর থানায় ৪৮টি, বীরগঞ্জ থানায় ৪৬টি, বোচাগঞ্জ থানায় ৪৬টি, নবাবগঞ্জ থানায় ৩৩টি, ঘোড়াঘাট থানায় ৩১টি ও হাকিমপুর থানায় ৪২টি মামলা করা হয়েছে।
    দিনাজপুরের এসপি আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, ‘হেলমেট না পরলে দুর্ঘটনায় মৃত্যু আশঙ্কা বেশি থাকে। দুর্ঘটনায় মৃত্যুতে পরিবার ধ্বংস হয়ে যায়। হেলমেট পরলে দুর্ঘটনায় মৃত্যুঝুঁকি কম থাকে। প্রাণে রক্ষা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই জনগণের স্বার্থেই পরিবারকে রক্ষা করার জন্য এ অভিযান চালানো হচ্ছে।’

    Share This Post in Your Social Media

    Comments are closed.

    More News Of This Category
    All rights reserved © Tech Business Development Ltd.
    Support BY TechITBD
    error: Content is protected !!