চট্টগ্রাম প্রতিনিধি
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে গণহত্যা আলোকচিত্র প্রদর্শনী ও ডাক সার্ভিসের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা সার্কেল অফিসের হল রুমে চট্টগ্রাম পূর্বাঞ্চল সার্কেলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল মোঃ আমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পূর্বাঞ্চল সার্কেলের পোস্টমাস্টার জেনারেল ড. মোঃ জামাল পাশা।
বিশেষ অতিথি ছিলেন ডাক জীবন বীমা চট্টগ্রামের আঞ্চলিক ম্যানেজার মামুনুর রশীদ, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (তদন্ত) মোঃ তৈয়ব আলী, চট্টগ্রাম জিপিও’র সিনিয়র পোস্টমাস্টার ড. মোহাম্মদ নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ মহিউদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা(বরাদ্দ) সৈয়দ নাজমুল হুদা, এপিএমজি তাপস চাকমা, এপিএমজি অরুণ বিকাশ চাকমা, মোঃ হানিফ, মাঈনুদ্দীন সুমন, মজিবুর রহমান, উদ্যোক্তা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি দ্বিপায়ন সুশীলসহ সার্কেল অফিস ও বিভাগীয় অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবসে ডাক বিভাগের অবদান ও ডাক সার্ভিস শীর্ষক তথ্য ভিত্তিক আলোচনা করেন।