রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মাসব্যাপী অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার (৭ আগস্ট) বিকালে শুরু হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমির কার্যালয়ে আনুষ্ঠানিক এর উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রঞ্জন বড়ুয়া।
অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মেজবাহ উদ্দিন এবং অন্বেষা বড়ুয়ার যৌথ সঞ্চালনায় দেশাত্ববোধক গান পরিবেশন করেন সংগীত শিল্পী গিয়াস উদ্দিন আহমেদ কাজল এবং জুলিয়ানা সাদেক সোমা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সহ-সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক রাতুল বৈদ্য, অর্থ সম্পাদক মিশন চক্রবর্তী, সদস্য আইয়ুব মাহমুদ প্রমুখ।