রাঙ্গুনিয়া প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের ইফতার সহায়তা তহবিলে রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওসমান এর পক্ষ থেকে আর্থিক অনুদান হস্তান্তর করা হয়েছে। রবিবার(২মে) বিকেলে উপজেলা ইফলামী ফ্রন্টের দলিয় কার্যালয়ে আর্থিক অনুদান হস্তান্তর অনুষ্ঠান উপজেলা ইফলামী ফ্রন্টের সভাপতি মাওলানা আলী শাহ নেছারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি মাওলানা হাফেজ রুহুল আমিন আল-কাদেরী, বর্তমান সাধারণ সম্পাদক মুহাম্মদ আকতার হোসাইন, রাঙ্গুনিয়া ওমান প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা সৈয়দ আব্দুল আমিদ আল-হাদি, সহ-অর্থ সম্পাদক নুর মোহাম্মদ বাবুল,পরিকল্পনা বিষয়ক সম্পাদক মুহাম্মদ বেলাল উদ্দিন, পৌরসভা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা জাহেদুল হক, উপজেলা ইসলামী ফ্রন্টের সহ-অর্থ সম্পাদক মাওলানা সানাউল্লাহ প্রমুখ।
মাওলানা আলী শাহ নেছারী বলেন, প্রতি বছর রমজান মাস আসলে আমরা উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে অসহায় দুস্তদের মাঝে ইফতার সামগ্রী উপহার দিয়ে থাকি সেই ইফতার সহায়তার মধ্যে রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমার এর পক্ষ থেকে বড় অংকের সহায়তা প্রদান করে থাকেন এবং এই বছরো তাঁরা আমাদেরকে ৭০হাজার টাকা অনুদান প্রদান করেছেন। সেই জন্য আমি উপজেলা ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে পরিষদের সকলকে ধন্যবাদ জানাই।