রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা ইউএনও ইফতেখার ইউনুসকে রাঙ্গুনিয়াতে যোগদান করায় ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।
সোমবার(২৬জুলাই)দুপুরে উপজেলায় নবাগত ইউএনও ইফতেখার ইউনুসকে ফুলের শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুপায়ন সুশীল, সহ সভাপতি ডাঃ রুপন শীল যুগ্ন- সাধারণ সম্পাদক সমীরণ দও, শুভ শীল, সাংগঠনিক সম্পাদক সুবেল দেব মিল্টন চএবক্তী, অর্থ সম্পাদক টিপুন নাথ, প্রচার সম্পাদক জীৎ শর্মা, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ বিষয়ক সম্পাদক মাষ্টার রাজিব দও, কোদালা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাষ্টার কাজল ধর, সহ সভাপতি রুপন বনিক, পারুয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সিঃ সহ সভাপতি তুষার পাল, পুরোহিত রুপন চএবক্তী, পোমরা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক মানিক দাশ দীপক দাশ পরিমল বাবু ও চন্দ্রঘোন রক্ষাকালী মন্দিরে অধ্যাক্ষ কৃপানন্দ পুরিমহারাজ সহ বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।