রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুদুর রহমানকে বিদায়ী সংবর্ধনা ও নবাগত ইউএনও ইফতেখার ইউনুসকে বরণ করা হয়েছে।
সোমবার(২৬জুলাই)সকালে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে উপজেলার অডিটোরিয়ামে বিদায়ী সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রাজীব চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আসলাম খান, রাঙ্গুনিয়া থানার ওসি তদন্ত খান নুরুল ইসলাম, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আজগর প্রমুখ।