মো:আব্দুল হাকিম, প্রতিনিধি ৱংপুৱ, রংপুরের বদরগঞ্জ উপজেলা ৮ নং রামনাথপুর ইউনিয়নে “খোর্দ্দবাগবাড় সমাজ উন্নয়ন যুব ফাউন্ডেশন” এর কার্যালয়ে 25/07/2021 তারিখে আনুমানিক দুপুর 2 টার সময় খোর্দ্দবাগবাড় সমাজ উন্নয়ন যুব ফাউন্ডেশন পরিচালনার জন্য দুই বছর মেয়াদী নতুন পরিচালনা কমিটি গঠিত হয়। নবনির্বাচিত ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যের নাম প্রকাশ করা হলোঃ সভাপতি – মোঃ আব্দুল্লাহ আল মামুন, চেয়ারম্যান, রামনাথপুর ইউনিয়ন পরিষদ। ২, মোঃ মোয়াজ্জেম হোসেন ( সিনিয়র সহ সভাপতি) ৩, মোঃ ওয়াহিদুননবী সাদ্দাম ( সহ সভাপতি) ৪, মোঃ সাইফুল্লাহ হিল বাকী নাজিফ ( সহ সভাপতি) ৫, মোঃ মোজাহেদুল ইসলাম সরকার ( সাধারণ সম্পাদক) ৬, মোঃ মুবারক আলী ( কোষাধ্যক্ষ) ৭, মোঃ আব্দুল আহাদ ( সাংগঠনিক সম্পাদক) । ৮, রাকিবুল হাসান রাকিব ( দফতর সম্পাদক) । ৯, মোঃ আপিজুল ইসলাম ( সহ দফতর সম্পাদক) । ১০, মোঃ শাহেবুল হক সোয়েব ( প্রচার ও গণযোগাযোগ সম্পাদক) ১১,মোঃ নাবিল ( আন্তর্জাতিক সম্পাদক) । ১২, মোঃ হাফিজুর রহমান ( গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক) । ১৩, মোঃ তানভীর হোসেন ( সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক) । ১৪, মোঃ আব্দুল্লাহ আল মামুন ( আইন সম্পাদক) । ১৫, মোঃ মেজবাহুল ইসলাম ( শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক) । ১৬, আরাফাত রহমান সেতু ( কর্মসংস্থান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক) । ১৭, মোঃ আকতারুজ্জাম ( বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক) । ১৮, ওমর ফারুক ( ধর্ম বিষয়ক সম্পাদক) । ১৯, শ্রী গোপাল চন্দ্র দাস ( নির্বাহী সদস্য) , ২০, মোঃ সুমন আহমেদ ( নির্বাহী সদস্য) । ২১, মোঃ সাগর আলী ( নির্বাহী সদস্য) । নবনির্বাচিত সম্মানিত সভাপতি আব্দুল আল মামুন ( চেয়ারম্যান রামনাথপুর ইউনিয়ন পরিষদ), খোর্দ্দবাগবাড় সমাজ উন্নয়ন যুব ফাউন্ডেশন এর কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি “টেক নিউজ বিডি 24 ডট কমকে” জানান, এই সংগঠনটি 2013 সালে এক ঝাঁক তরুণ শিক্ষিত ছেলে মেয়েদের দ্বারা প্রতিষ্ঠিত । সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। এ সংগঠনের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযান। মাদক ও যৌতুক বিরোধী আন্দোলন । বাল্যবিবাহ রোধ ।পরিষ্কার পরিছন্নতা । সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে । আমাকে পুনরায় সভাপতি নির্বাচিত করার জন্য সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ। এবং এই সংগঠনটিৱ মাধ্যমে সমাজের আরো ভালো কার্যক্রম কিভাবে পরিচালনা করা যায় এ লক্ষ্যেই আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ