রংপুরের বদরগঞ্জে “লালদীঘি যুব সমবায় সমিতির” কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর বদরগঞ্জ উপজেলা কার্যালয়ের আয়োজনে এক দিনের প্রশিক্ষণ পরিচালিত

    • আপডেট সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২

    রংপুর প্রতিনিধি:-

    রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় রাধানগর ইউনিয়ন ২১/০৩/২০২২ ইং তারিখ রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় লালদীঘি যুব সমবায় সমিতির কার্যালয় লালদীঘি ডেভেলপমেন্ট সোসাইটি (এলডিএস)ভবনে যুব উন্নয়ন অধিদপ্তর “দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে বদরগঞ্জ উপজেলা কার্যালয় সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছা সেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ কোর্স পরিচালিত উক্ত প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জনাব মোঃ আব্দুর রউফ শাহ, সহকারী উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, রংপুর ,উপস্থিত ছিলেন জনাব মোঃ বোরহান উদ্দিন,কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, বদরগঞ্জ, সঞ্চালনা করেন জনাব মোঃ মাহাবুবার রহমান সহকারী কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর,বদরগঞ্জ, জনাবা ডক্টর রেবা রায়, স্বাস্থ্য সহকারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বদরগঞ্জ, রংপুর। উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল হাকিম সভাপতি, জনাব মোঃ নুর মোহাম্মদ সহ সভাপতি ,সহ সভাপতি হাবিবুল ইসলাম, ইব্রাহিম, জনি, আরমান, মওদুদ, হাবিবা, শারমিন আক্তার সেতু, সুমাইয়া শারমিন ,এস এ মেহেদী হাসান সোহাগ,ইমরান সরদার , ক্যাশিয়ার ফজলে রাব্বী, রায়হান বাবু, শিমু সহ আরো অনেক লালদীঘি যুব সমবায় সমিতি লালদীঘি বাজার, বদরগঞ্জ, রংপুর এবং লালদীঘি যুব সমবায় সমিতির সকল সদস্য গন উপস্থিত ছিলেন সংগঠন এবং প্রশিক্ষণ সম্পর্কে জানতে চাইলে জনাব আব্দুর রউফ শাহ , সহকারী উপ-পরিচালক রংপুর।

    টেক নিউজ বিডি টুয়েন্টিফোর ডটকমকে বলেন , “যুবক -যুবতীরা গড়বে দেশ যদি তারা পায় সুন্দর সুযোগ ও পরিবেশ ডিজিটাল হবে বাংলাদেশ” তিনি বলেন যুবরা যেন তাদের মূল্যবান সময় নষ্ট না করে । যুবকদের যাতে করে দক্ষ জনগোষ্ঠীতে পরিণত করা যায় এবং এই যুবকরাই যেন সোনার বাংলাদেশ গড়ার প্রকৃত যোদ্ধা হিসেবে পরিণত হতে পারে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুবদের উন্নয়নের জন্য কর্মসংস্থানের জন্য যে সকল উদ্যোগ গ্রহণ করেছে।যে সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে, সে সকল কার্যক্রম সম্পর্কে তাদের অবগত করায় আজকের প্রশিক্ষণের মূল লক্ষ্য। এবং লালদীঘি যুব সমবায় সমিতি এই সংগঠনটি নিঃসন্দেহে অনেক ভালো সংগঠন ।

    এর সকল সদস্যগণ শিক্ষিত মেধাবী এবং তরুণ । সংগঠনকে সকল প্রকার সহযোগিতা করার চেষ্টা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে করা হবে। জনাব মোঃ বোরহান উদ্দিন, কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, বদরগঞ্জ ,রংপুর। তিনি বলেন “লালদীঘি যুব সমবায় সমিতির” সকল সদস্য তরুণ শিক্ষিত এবং মেধাবী তারা সব সময় আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা অফিসে, যোগাযোগ করে, কি করলে ভালো হয়,কোন প্রশিক্ষণ নিলে ভালো হয় , এ বিষয়ে তারা মতামত গ্রহণ করেন এবং তাদেরকে যুব উন্নয়ন এর পক্ষ থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার আশ্বস্ত করা হয় ।

    অত্র সংগঠনের সকল সদস্যগণ কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তাদের ঐক্যবদ্ধতা সাংগঠনিক জ্ঞান এবং সমাজের প্রতি তাদের নিরলস পরিশ্রম নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এই সংগঠনের মাধ্যমে এলাকার গরিব অসহায় শিক্ষিত যুবক যুবতীদের মাঝে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা, সেলাই মেশিন প্রশিক্ষণের ব্যবস্থা, সহজশর্তে সেলাই সংশ্লিষ্ট সামগ্রী বিতরণ । বৃক্ষরোপণ, গবাদি পশু পালনের প্রশিক্ষণ প্রদান, সহশিক্ষা কার্যক্রম সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় দিবস পালন , বাল্যবিবাহ রোধ পরিষ্কার -পরিছন্নতা বিশেষ করে করোনাকালীন সময়ে এলাকার হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী, স্বাস্থ্য সচেতনতা স্বাস্থ্যবিধি মানার গুরুত্ব মহামারী করোনা থেকে নিরাপদে থাকার জন্য মাক্স ,হ্যান্ড স্যানিটাইজার, সাবান, লিফলেট বিতরণসহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংগঠনটি। ভবিষ্যতে এই সমাজের উন্নয়নে কাজ করবে, সমাজের পাশে থাকবে। অত্র সংগঠনটি সাফল্য কামনা করছি।

    উক্ত অনুষ্ঠানে গান পরিবেশন করেন ক্ষুদে শিল্পী চাইলে বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণীর ছাত্র জনি

    Share This Post in Your Social Media

    Comments are closed.

    More News Of This Category
    All rights reserved © Tech Business Development Ltd.
    Support BY TechITBD
    error: Content is protected !!