এম. মিজানুর রহমান লিটন, যশোর থেকেঃ
গতকাল বুধবার আনুমানিক সন্ধ্যা সাত টার সময় যশোর সদর ই ব্লক এলাকয় ৪জন মাদক ব্যাবসায়িকে আটক করে যশোর শাখা গোয়েন্দা(ডিবি) পুলিশ এসময় আটককৃতদের কাছথেকে পাঁচশত পিচ ইয়াবা জব্দ করে।
আটককৃতরা; যশোর নাজির শংকরপুর এলাকার শাহানুর রহমান (৪৫),কেশবপুর ঊপজেলার চিংড়াবাজার রফিকুল ইসলাম (৪৬), ঝিনাইদহ শৈলকুপা উপজেলার পদমদী গ্রামের কামাল হোসেন (৪০) এবং নড়াইল সদর উপজেলার দিঘলিয়া গ্রামের রেজাউল আমিন ওরফে মিল্টন (৫২)। তবে আটককৃতদের সকলের বর্তমান ঠিকানা যশোর উপশহর এলাকা।
যশোর ডিবি পুলিশের (ওসি) রুপন কুমার সরকার বলেন কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাত সাড়ে ৭টা নাগাদ উপশহর ই-ব্লকে সুইটি লেডিস ফ্যাশন হাউজের সামনে থেকে তাদের ৪ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে পাঁশশত পিচ ইয়াবা সহ আটক করা হয়। ঘটনায় কোতয়ালী থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধিন রয়েছে বলে জানিয়েছেন তিনি।