পিরোজপুর, জেলা প্রতিনিধিঃ বিজয়ের ৪৯ বছরপূর্তি উপলক্ষে পিরোজপুরে ইন্দুরকানী উপজেলার সামাজিক সংগঠন দর্পণ ফ্রেন্ডস ফাউন্ডেশন কতৃক আয়োজন করা হয় শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান ও শহীদদের স্মরণে মুজিব টি স্টলের মাধ্যমে দিনব্যাপি “ফ্রী চা ক্যাম্পেইন” দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন দর্পণ ফ্রেন্ডস ফাউন্ডেশন এর সদস্য হাফেজ মাহাদী হাসান। দর্পণ ফ্রেন্ডস ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আহমেদ জসিমের সঞ্চালনায় এবং সংগঠনের অন্যান্য সদস্যদের সহযোগিতায় উক্ত কার্যক্রম বাস্তবায়িত হয়। এছাড়াও কার্যক্রমে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাগা,৫নং চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, ইন্দুরকানী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রাহাত গাজী, চন্ডিপুর ইউনাইটেড যুব ক্লাব এর সভাপতি জিয়াউল হাসান রনি, টেক নিউজ বিডি পিরোজপুর জেলা প্রতিনিধি শামীম প্রমুখ।