পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সদর রোডে “জয়া টেলিকম মোবাইল সার্ভিসিং” নামের একটি দোকানের পিছনের তালা ভেংগে চুরির ঘটনা ঘটেছে। এতে মোবাইল ফোন, নগদ টাকাসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ) দিবাগত রাতে দক্ষিণ বন্ধর ব্রিজ থেকে মঠবাড়িয়ার সদর এর দিকে আসতে জয়া টেলিকম মোবাইল সার্ভিসিং এ চুরির ঘটনা ঘটে। সকালে মঠবাড়িয়া থানা পুলিশ চুরি হওয়া দোকান পরিদর্শন করে গেছেন। দোকান মালিক সঞ্জয় হাওলাদার জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত ১০টার সময় দোকান বন্ধ করে বাসায় চলে যাই। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে দোকান খুলতে এসে প্রথম ভাঙা তালা কয়রার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর শুনে বাজার বনিক সমিতি, ব্যবসায়ী ও স্হানীয়রা জড়ো হন। স্হানীয়দের ধারনা এ ঘটনায় বাজার নৈশ প্রহরীদের যোগসাজশ রয়েছে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে- ১ টি ল্যাপটপ যার মূল্য ৩৫ হাজার টাকা,১০ হাজার টাকা মূল্যের কম্পিউটার হার্ডডিস্ক ২ টি, ৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের মোবাইল সামগ্রী (৪ বক্স টাস ডিসপ্লে), মেরামতের জন্য কাষ্টমারের দেয়া ৩৫ টি পুরাতন মোবাইল, ১ লক্ষ টাকা মূল্যের ১টি প্রোগ্রামিং বক্স,নগদ ক্যাশ ১ লক্ষ ১০ হাজার টাকা সহ ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে ভুক্তভোগী সঞ্জয় হাওলাদার নিশ্চিত করেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান, পৌর শহরের সদর রোডে একটি মোবাইলের দোকানে চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।