মোঃ আব্দুল হাকিম প্রতিনিধি, রংপুর (বদরগঞ্জ)
রংপুরের বদরগঞ্জ পৌরসভার দায়িত্ব নিলেন নবনির্বাচিত মেয়র আহসানুল হক চৌধুরী (টুটুল) (বাঁ থেকে দ্বিতীয়) রংপুরের বদরগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক চৌধুরী (টুটুল) পৌরসভার দায়িত্বভার নিয়েই ঘোষণা দিয়েছেন, পৌরসভা কার্যালয় হবে দুর্নীতি ও দালালমুক্ত। গত সোমবার 01/02/2021 ইং বেলা সাড়ে ১১টার দিকে তিনি ওই দায়িত্ব নেন। নবনির্বাচিত মেয়র দায়িত্ব নেওয়ার পর পৌর কার্যালয়ের সম্মেলনকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তিনি বৈঠক করেন। এ সময় তিনি বলেন, আমি পৌরবাসীকে সেবা দেওয়ার কথা বলে ভোট নিয়েছি। সেই সেবা দিয়ে যাব। অতীতে যা হওয়ার হয়েছে। এখন থেকে যথাসময়ে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আগমন ও প্রস্থান করতে হবে। কোনো অনিয়ম– দুর্নীতি সহ্য করা হবে না। দালালের কোনো স্থান পৌরসভায় থাকবে না। পৌরবাসীকে সেবা দেওয়ার সময় কোনো কর্মকর্তা-কর্মচারী অবহেলা করলে বা কারও বিরুদ্ধে অনিয়ম–দুর্নীতির অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে দ্রুত তাঁর বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’ সাবেক মেয়র উত্তম কুমার সাহা বলেন, ‘১৯৯৯ সালে বদরগঞ্জ পৌরসভার প্রতিষ্ঠালগ্ন থেকে যথাক্রমে প্রশাসক, চেয়ারম্যান ও মেয়রের টানা দায়িত্ব পালন করেছি। চেষ্টা করেছি পৌরবাসীকে সেবা দিতে। মানদণ্ডে দাঁড় করেছি পৌরসভাকে। দীর্ঘ সময়ে দায়িত্ব পালনে ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।’ দায়িত্ব গ্রহণের সময় পৌর কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে নবনির্বাচিত মেয়র আহসানুল হক চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পৌরসভার সচিব আবু হেনা মো. মোরশেদ আলী। এ সময় উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা।