খন্দকার সাইফুল নড়াইলঃ
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এবার মাঠে
নেমেছে নড়াইলের এস এস সি ৮৬ ব্যাচ। নড়াইল পৌরসভার মেয়রকে মাস্ক
পরিয়ে মাঠ পর্যায়ে মাস্ক বিতরন কর্মসূচী শুরু করা হয়। মঙ্গলবার(৫ অক্টোবর)
দুপুরে পৌর ৮৬ ব্যাচের বন্ধুরা মেয়র আঞ্জুমানারা বেগমের হাতে
বহুব্যাবহারযোগ্য মাস্ক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার
প্রধান সহকারী শিমুল ঘোষ,৮৬ বন্ধু সাইফুল ইসলাম তুহিন,জালাল
শেখ,শহিদুল ইসলাম,কৃষ্ণ বিশ্বাস,বিশ্বনাথ বিশ্বাস প্রমুখ। পৌর মেয়র
আঞ্জুমানারা বলেন,৮৬ বন্ধুদের উন্নতমানের মাস্ক পেয়ে আমরা খুশি,করোনা
মুক্ত নড়াইল রাখতে এ ধরনের কার্যক্রম অব্যহত রাখার জন্য তিনি অনুরোধ করেন।
এর আগে নড়াইল সদরের কৃষি বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত উপ-সহকারী
কৃষি কর্মকর্তাদের মাঝে মাস্ক বিরন করা হয়। সদর উপজেলা কৃষি
কর্মকর্তা মো.শহিদুল ইসলাম বিশ্বাস উপস্থিত থেকে মাস্ক বিতরন
কর্মসূচী সফল করেন। মাঠ পর্যায়ে কর্মরত উপ-সহকারী কৃষি
কর্মকর্তাদের জন্য ৮৬ ব্যাচের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন
সদর উপজেলা কৃষি কর্মকতা শদিদুল ইসলাম বিশ্বাস।