দ্বিতীয় বারের মত জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির। এছাড়া শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন ইন্দুরকানী থানার এ এস আই কমল সিকদার।
দ্বিতীয় বারের মত জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়ে মোঃ হুমায়ুন কবির জানান, আমাকে নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানাই পিরোজপুর জেলা পুলিশ সুপার শ্রদ্ধাভাজন অভিভাবক মোহাম্মদ সাইদুর রহমান (পিপিএম সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন (পিপিএম সেবা), অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল পিরোজপুর জনাব মোঃ থান্দার খায়রুল হাসান (পিপিএম সেবা) স্যারদের প্রতি।
এছাড়া ধন্যবাদ জানাই ইন্দুরকানী থানার সকল অফিসার ও ফোর্সদের প্রতি। এ অর্জন সম্মিলিত প্রচেষ্টার ফসল।