জেলা প্রতিনিধি,নড়াইলঃ
আধুনিক ব্যাংকিং এর সকল সুবিধা ও ইসলামিক ব্যাংকিং সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে নড়াইল জেলার নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের জয়নগর বাজারে ব্যাংক এশিয়া বাঐসোনা ডিপিও (ডিজিটাল পোষ্ট অফিস) শাখার উদ্ধোধন করা হয়। ২৪শে সেপ্টেম্বর ২০২০ইং সকালে জয়নগর বাজারে ফিতা কেটে ব্যাংক এশিয়ার বাঐসোনা ডিপিও (ডিজিটাল পোষ্ট অফিস) শাখার উদ্ধোধন করেন অথিতিরা।
নড়াগাতী থানা ইনচার্জ সাখাওয়াত হোসেন, বাংলাদেশ ডিজিটাল পোস্ট অফিস উদ্যোক্তা ফোরাম নড়াইল জেলার সভাপতি মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, মোঃ ফিরোজ হাসান রিজিওনাল ম্যানেজার ব্যাংক এশিয়া, জাহিদ হাসান উপজেলা অফিসার ব্যাংক এশিয়া, বাঐসোনা ডিপিও শাখার কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ী, শিক্ষকসহ এলাকার গণ্যমান্য অনেকে এ সময় উপস্থিত ছিলেন।