নড়াইল প্রতিনিধি খন্দকার সাইফুল:
নড়াইলে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে জেল হরত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৩রা নভেম্বর) বিকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য এ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, সদর উপজেলা সভাপতি এ্যাডভোকেট অচীন চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক, আ’লীগ নেতা এ্যাডভোকেট মোঃ আলমগীর সিদ্দিকী, পৌর আ’লীগের সভাপতি মলয় কুন্ডু, জেলা আ’লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাবেক ভিপি গাউছুল আজম মাসুম, নারী নেত্রী আনজুমান আরা, জাতীয় মহিলা সংস্থা নড়াইল জেলা শাখার চেয়ারম্যান সালমা রহমান কবিতা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এসএম পলাশ, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা মহিলা যুবলীগের আহবায়ক নাছিমা হক পলি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়া প্রমুখ।স্মরণ সভা শেষে ৩ নভেম্বর নিহত চার নেতাসহ ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।