নড়াইল প্রতিনিধি খন্দকার সাইফুলঃ নড়াইলে বঙ্গবন্ধুর ভাস্কর ভাঙ্গার প্রতিবাদে করা স্বেচ্ছাসেবক লীগের মিছিলে হামলা করেছে আওয়ামীলীগের একটি পক্ষ। এ ঘটনার প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগ মঙ্গলবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল ও সাধারন সম্পাদক এস এম পলাশ। এ সময় উপস্তি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম,আওয়ামীলীগ নতা সাইফুল ইসলাম সহ যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।
স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে জানানাে হয়,মঙ্গলবার বিকালে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর ভাস্কর ভাঙ্গার প্রতিবাদে একটি বিক্ষােভ মিছিল বের হয়। একই সময় আওয়ামীলীগের পৌর সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হােসনের পৌর নির্বাচন ঘােষনার শাে-ডাউনের মিছিল চলছিল। উভয় মিছিল রূপগঞ্জ বাজারের সােনাপট্টি অতিক্রম করার সময় সরদার আলমগীরের মিছিল থেকে স্বেচ্ছাসেবক লীগের মিছিলে হামলা করা হয়। পরবর্তীতে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের নীচে অবস্থান করার সময় ২য় দফা হামলা চালায় সরদার আলমগীরের ঐ পক্ষ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ ঘটনার পর শহরে উত্তেজনা বিরাজ করছে।
খন্দকার সাইফুল
নড়াইল
০৮/১২/২০
০১৭২৪৩২৬০৮৫