1. tn24@technewsbd24.com : টিএন২৪বিডি : টিএন২৪বিডি
  2. collegecomputer.mizan@gmail.com : মোঃ মিজানুর রহমান, অভয়নগর (য‌শোর)। : মোঃ মিজানুর রহমান, অভয়নগর (য‌শোর)।
  3. dipayansbf@gmail.com : দ্বিপায়ন সুশীল সহকারী সম্পাদক : দ্বিপায়ন সুশীল সহকারী সম্পাদক
  4. mdibrahim.sobug15@gmail.com : মোঃ ইব্রাহীম সবুজ : মোঃ ইব্রাহীম সবুজ
  5. joyroynil45@gmail.com : জয় রয়, নীলফামারী জেলা প্রতিনিধি : জয় রয়, নীলফামারী জেলা প্রতিনিধি
  6. narailkc@gmail.com : মো: খাইরুল ইসলাম চৌধুরী, : মো: খাইরুল ইসলাম চৌধুরী, সহকারী সম্পাদক
  7. manikroymanik991@gmail.com : মানিক চন্দ্র রয়, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : মানিক চন্দ্র রয়, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  8. colorgraphicspoint@gmail.com : মোঃ মাসুদ রানা, কচুয়া, বাগেরহাট। : মোঃ মাসুদ রানা, কচুয়া, বাগেরহাট।
  9. mdpowerasif@gmail.com : মোঃ হাচিবুর রহমান কালিয়া উপজেলা প্রতিনিধি : মোঃ হাচিবুর রহমান কালিয়া উপজেলা প্রতিনিধি
  10. rahamanabdur697@gmail.com : মোঃ আব্দুর রহমান , বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি : মোঃ আব্দুর রহমান , বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি
  11. abrahimbl14@gmail.com : রহিম শিকদার মুন্সি মানিক মিয়া কলেজ প্রতিনিধি : রহিম শিকদার মুন্সি মানিক মিয়া কলেজ প্রতিনিধি
  12. rabbany238@gmail.com : মোঃ রাকিবুল ইসলাম : মোঃ রাকিবুল ইসলাম
  13. shahrastiecenter@gmail.com : হৃদয় চন্দ্র পাল চাঁদপুর জেলা প্রতিনিধি : হৃদয় চন্দ্র পাল চাঁদপুর জেলা প্রতিনিধি
  14. mdriazuddin503@gmail.com : মোঃ রিয়াজ উদ্দিন : মোঃ রিয়াজ উদ্দিন
  15. rohanrashed603@gmail.com : রোহান রাশেদ : রোহান রাশেদ দৌলতখান, ভোলা।
  16. sctc5323@gmail.com : মোসাঃ সামছুন্নাহার, বিশ্বম্ভপুর, সুনামগঞ্জ। : মোসাঃ সামছুন্নাহার, বিশ্বম্ভপুর, সুনামগঞ্জ।
  17. shamim29f@gmail.com : মোঃ শামীম হোসাইন, পিরোজপুর জেলা প্রতিনিধি : শামীম হোসাইন রিগান পিরোজপুর জেলা প্রতিনিধি
  18. shoukat.hossen@gmail.com : মোঃ শওকত হোসেন নাজিরহাট, ফটিকছড়ি, চট্রগ্রাম। : মোঃ শওকত হোসেন নাজিরহাট, ফটিকছড়ি, চট্রগ্রাম।
  19. admin@technewsbd24.com : TN24 : টিএন বিডি24
  20. uzirpurdigitalpostoffice@gmail.com : প্রদীপ দেবনাথ, উজিরপুর উপজেলা প্রতিনিধি. : প্রদীপ দেবনাথ, উজিরপুর উপজেলা প্রতিনিধি.

নড়াইলে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারপ্রাপ্ত সাদাত রহমান সাকিবকে ফুলের শুভেচ্ছা

  • আপডেট সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

নড়াইল প্রতিনিধি,খন্দকার সাইফুলঃ আর্ন্তজাতিক শিশু শান্তি পুরস্কারপ্রাপ্ত সাদাত রহমান সাকিবকে নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে শনিবার দুপুরে যশোর বিমানবন্দর থেকে সাদাত রহমানকে নড়াইলে নিয়ে আসেন তার শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল হাই ডিগ্রী কলেজের শিক্ষকবৃন্দ এবং তার সংগঠনের সদস্যরা। বিমানবন্দরে তাকে ফুলের শুভেচ্ছা জানান আব্দুল হাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক। শনিবার ‘শিশুদের নোবেল’ খ্যাত শিশু শান্তি পুরস্কারপ্রাপ্ত সাদাত রহমান সাকিব নড়াইল পৌঁছালে নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলুসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় সাদাত রহমান বলেন, ৪২টি দেশের ১৪২ জন শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম হয়ে দেশের সম্মান বয়ে আনতে পেরে ভীষণ ভালো লাগছে। পুরস্কারের সমুদয় অর্থ দেশের শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যয় করা হবে। আগামীতে আরও ভালো কিছু করার ইচ্ছা রয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। শিশুদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে অবদানের জন্য নেদারল্যান্ডস ভিত্তিক সংগঠন ‘কিডস-রাইটস’ প্রতিবছর এ পুরস্কার দিয়ে থাকে। অনলাইনে শিশু নির্যাতন বন্ধে সচেতনতামূলক অ্যাপ ‘সাইবার টিন’ বানানোর স্বীকৃতি হিসেবে ১৭বছর বয়সী সাদাতকে এ পুরস্কার দেয়া হয়েছে। ১৩ নভেম্বর নেদারল্যান্ডের হেগে এক অনুষ্ঠানে মানবাধিকার কর্মী ও ২০১৪ সালে নোবেলজয়ী মালালা ইউসুফজাই অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হয়ে সাদাতকে এই পুরস্কার দেন।
জানা যায়, সাদাত রহমান নড়াইলের পাশ্ববর্তী মাগুরা জেলার সদর উপজেলার আলোকদিয়া গ্রামে ২০০৩ সালের ১৪ মে জন্ম গ্রহণ করেন। ডাক নাম সাকিব। সাকিবের বাবা মো.সাখাওয়াত হুসাইন ও মা মলিনা বেগম। ২০১৭ সালে নড়াইল ডাক বিভাগে জেলা পোস্ট মাস্টার পদে বদলী হয়ে আসেন। তখন বাবা-মায়ের একমাত্র সন্তান সাকিবকে নড়াইল সরকারি বালক বিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্তি করান তিনি। নবম শ্রেণিতে পড়ার সময় বন্ধুদের সঙ্গে ‘নড়াইল ভলানটিয়ারস’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। ওই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। বর্তমান ১৭ বছর বয়সী সাদাত নড়াইল আবদুল হাই সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। বর্তমান মায়ের সঙ্গে বসবাস করেন নড়াইল জেলা ডাক বিভাগের কোয়ার্টারে। ২০১৭ সাল থেকেই চিত্রা পাড়ের শহর নড়াইলের আলো-বাতাসেই বেড়ে ওঠেছেন তরুণ চেঞ্জমেকার ও সমাজসংস্কারক সাকিব। সাদাত রহমান সাকিব ও তার দল সাইবার বুলিং ও সাইবার ক্রাইম থেকে শিশু-কিশোরদের রক্ষায় নানা কার্যক্রম পরিচালনা করছে। গতবছর সাইবার বুলিংয়ের শিকার হয়ে দশম শ্রেণী পড়ুয়া এক কিশোরীর (১৫) আত্মহত্যার পর কাজে নামে সাদাত। সে তাঁর বন্ধুদের সহায়তায় গড়ে ওঠা সামাজিক সংগঠন ‘নড়াইল ভলেন্টিয়ারস’ বেসরকারি সংস্থা অ্যাকশন এইডের ‘ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ-২০১৯’এ বিজয়ী হয়ে তহবিল পায়। এই তহবিলের মাধ্যমে তারা ২০১৯ সালের ৯ অক্টোবর ‘সাইবার টিনস’ মোবাইল অ্যাপ তৈরি করে।
প্রসঙ্গত, সাকিবের বাবা মো.সাখাওয়াত হুসাইন সম্প্রতি কুষ্টিয়াতে বদলী হয়ে যান। কিন্তু সাদাত রহমান সাকিব আব্দুল হাই ডিগ্রী কলেজের ছাত্র হওয়ায় পড়াশোনার কারণে নড়াইলে বসবাস করছেন।###

খন্দকার সাইফুল
নড়াইল
২১/১১/২০
০১৭২৪৩২৬০৮৫

Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
All rights reserved © Tech Business Development Ltd.
Support BY TechITBD
error: Content is protected !!