মোঃ খাইরুল ইসলাম চৌধুরী,(নড়াইল জেলা) প্রতিনিধি:
নড়াইলে কালিয়ায় অবৈধ ডিশ সংযোগ অপসারনের দাবীতে মধুমতি ক্যাবল নেটওয়ার্কের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১ টায় মধুমতি ক্যাবল নেটওয়ার্ক অফিসের সামনে ৪০ জন ডিশ ক্যাবল ব্যাবসায়ী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।
মানববন্ধনে ব্যাবসায়ীরা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা মধুমতি ক্যাবল ডিশলাইনের সংযোগ তার কেঁটে দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে কালিয়া উপজেলাবাসী। তার কেঁটে ফেলায় আর্থিক ক্ষতিরও সম্মুখীন হয়েছেন ডিশলাইন মালিকেরা জানান।
মধুমতি ক্যাবল ডিশলাইনের অর্থ পরিচালক আসলাম ভূইয়া বলেন, নড়াগাতী গ্রামের ডিশ ব্যাবসায়ী রুবেল চৌধুরী ও উপজেলার বড়দিয়া চোরখালী গ্রামের রিপন মোল্যা অবৈধভাবে খুলনা ভিশনকে আমাদের উপজেলায় সম্পুর্ণ বেআইনিভাবে জোর পুর্বক প্রতিষ্ঠার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ পরিস্থিতিতে ডিশলাইন নির্বিঘ্নে চালু রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বিষয়টি দ্রুত সুরাহার জোর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ডিশলাইন মালিকেরা।
এদিকে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা ও নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বিষয়টি বিচারের আশ্বাস প্রদান করেছেন।