রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি
রাঙ্গুনিয়ার নবাগত ইউএনও ইফতেখার ইউনুস’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দরা। এ উপলক্ষে আজ সোমবার (১৬ আগষ্ট) বিকেলে ইউএনও’র সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি এডভোকেট সেকান্দর চৌধুরী। সাধারণ সম্পাদক মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও ইফতেখার ইউনুস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং ছাত্র পরিষদের নেতৃবৃন্দরা।
এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। উল্লেখ্য, বিসিএস ৩৩তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ইফতেখার ইউনুস গত ২৬ জুলাই রাঙ্গুনিয়ায় ইউএনও পদে যোগদান করেন।