মোঃ খাইরুল ইসলাম চৌধুরীঃ আজ ১১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষে নড়াইল কালিয়া থানা পুলিশের আয়োজনে এবং নড়াগাতি থানার অফিসার ইনচার্জ জনাব মোছাঃ রোকসানা খাতুন ও কালিয়া থানার অফিসার ইনচার্জ জনাব শেখ কনি মিয়া এর যৌথ সভাপতিত্বে কালিয়া থানা চত্বরে বিকালে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল।
প্রধান অতিথি মহোদয় তার বক্তব্যে বলেন, এবারের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে নড়াইল জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় জেলা পুলিশের পাশাপাশি আনসার ও জেলা গোয়েন্দা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে।
এ সময় তিনি কালিয়া উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি-সেক্রেটারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সাথে পূজা উদযাপন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ রিয়াজুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(কালিয়া সার্কেল) জনাব প্রণব কুমার সরকার, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ পদ ঘোষ, কালিয়া পৌর মেয়র মোঃ ওয়াহিদুজ্জামান হীরা, সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মসিউল হক মিটু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সেক্রেটারি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।