1. tn24@technewsbd24.com : টিএন২৪বিডি : টিএন২৪বিডি
  2. collegecomputer.mizan@gmail.com : মোঃ মিজানুর রহমান, অভয়নগর (য‌শোর)। : মোঃ মিজানুর রহমান, অভয়নগর (য‌শোর)।
  3. dipayansbf@gmail.com : দ্বিপায়ন সুশীল সহকারী সম্পাদক : দ্বিপায়ন সুশীল সহকারী সম্পাদক
  4. mdibrahim.sobug15@gmail.com : মোঃ ইব্রাহীম সবুজ : মোঃ ইব্রাহীম সবুজ
  5. joyroynil45@gmail.com : জয় রয়, নীলফামারী জেলা প্রতিনিধি : জয় রয়, নীলফামারী জেলা প্রতিনিধি
  6. narailkc@gmail.com : মো: খাইরুল ইসলাম চৌধুরী, : মো: খাইরুল ইসলাম চৌধুরী, সহকারী সম্পাদক
  7. manikroymanik991@gmail.com : মানিক চন্দ্র রয়, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : মানিক চন্দ্র রয়, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  8. colorgraphicspoint@gmail.com : মোঃ মাসুদ রানা, কচুয়া, বাগেরহাট। : মোঃ মাসুদ রানা, কচুয়া, বাগেরহাট।
  9. mdpowerasif@gmail.com : মোঃ হাচিবুর রহমান কালিয়া উপজেলা প্রতিনিধি : মোঃ হাচিবুর রহমান কালিয়া উপজেলা প্রতিনিধি
  10. rahamanabdur697@gmail.com : মোঃ আব্দুর রহমান , বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি : মোঃ আব্দুর রহমান , বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি
  11. abrahimbl14@gmail.com : রহিম শিকদার মুন্সি মানিক মিয়া কলেজ প্রতিনিধি : রহিম শিকদার মুন্সি মানিক মিয়া কলেজ প্রতিনিধি
  12. rabbany238@gmail.com : মোঃ রাকিবুল ইসলাম : মোঃ রাকিবুল ইসলাম
  13. shahrastiecenter@gmail.com : হৃদয় চন্দ্র পাল চাঁদপুর জেলা প্রতিনিধি : হৃদয় চন্দ্র পাল চাঁদপুর জেলা প্রতিনিধি
  14. mdriazuddin503@gmail.com : মোঃ রিয়াজ উদ্দিন : মোঃ রিয়াজ উদ্দিন
  15. rohanrashed603@gmail.com : রোহান রাশেদ : রোহান রাশেদ দৌলতখান, ভোলা।
  16. sctc5323@gmail.com : মোসাঃ সামছুন্নাহার, বিশ্বম্ভপুর, সুনামগঞ্জ। : মোসাঃ সামছুন্নাহার, বিশ্বম্ভপুর, সুনামগঞ্জ।
  17. shamim29f@gmail.com : মোঃ শামীম হোসাইন, পিরোজপুর জেলা প্রতিনিধি : শামীম হোসাইন রিগান পিরোজপুর জেলা প্রতিনিধি
  18. shoukat.hossen@gmail.com : মোঃ শওকত হোসেন নাজিরহাট, ফটিকছড়ি, চট্রগ্রাম। : মোঃ শওকত হোসেন নাজিরহাট, ফটিকছড়ি, চট্রগ্রাম।
  19. admin@technewsbd24.com : TN24 : টিএন বিডি24
  20. uzirpurdigitalpostoffice@gmail.com : প্রদীপ দেবনাথ, উজিরপুর উপজেলা প্রতিনিধি. : প্রদীপ দেবনাথ, উজিরপুর উপজেলা প্রতিনিধি.

নড়াইলে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত

  • আপডেট সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

নড়াইলে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত

খন্দকার সাইফুল নড়াইলঃ

”কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” বাস্তবায়নের লক্ষ্যে পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও পুলিশিং কার্যক্রম আরো গতিশীল করার জন্য নড়াইল জেলা পুলিশের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ পালন করা হয়েছে।

আজ ২৯ অক্টোবর (শনিবার) সকাল ১০টায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ এর কার্যক্রমের অংশ হিসেবে নড়াইল সদর থানা হতে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমি মাঠে এসে সমাপ্ত হয়। পরবর্তীতে জেলা শিল্পকলা অডিটরিয়মে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও নড়াইল জেলার অন্যান্য থানায় এ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসা: সাদিরা খাতুন মহোদয়ের সভাপত্বিতে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, সম্মানিত জেলা প্রশাসক, নড়াইল।

এ সময় সকল অংশীজন ও পুলিশের সমন্বয়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদারের মাধ্যমে সমাজিক ও সাইবার অপরাধ দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন দমনসহ বিভিন্ন সামাজিক সমস্যার বিষয়ে আলোচনা করা হয়।

পুলিশ সুপার মহোদয় তাঁর সমাপনী বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশিং একটা ফিলোসফি; যেখানে সমস্যা সমাধানে পুলিশ ও জনগণের প্রচেষ্টায় সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় একযোগে কাজ করার কথা বলা হয়েছে। তিনি এ সময় কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে পুলিশি সেবা পৌঁছে দেয়ার মাধ্যমে সকল অংশীজনের যৌথ প্রচেষ্টায় সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ নড়াইল গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

পরিশেষে কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো উৎসাহিত ও ত্বরান্বিত করার লক্ষ্যে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং মেম্বারকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

এ সময় জনাব সুভাষ চন্দ্র বোস, চেয়ারম্যান, জেলা পরিষদ ও সভাপতি জেলা আওয়ামী লীগ, নড়াইল; জনাব মোঃ নিজাম উদ্দিন খান নিলু, চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ, নড়াইল; জনাব আঞ্জুমান আরা, মেয়র, নড়াইল পৌরসভা; জনাব গোলাম মোর্ত্তজা স্বপন, বিশিষ্ট সমাজ সেবক, নড়াইল; জনাব মো: হাসানুর রহমান, সভাপতি জেলা কমিউনিটি পুলিশিং, নড়াইল; বীর মুক্তিযোদ্ধা জনাব সাইফুর রহমান হিলু; জনাব মোঃ মনিরুজ্জামান মল্লিক, সাধারণ সম্পাদক জেলা কমিউনিটি পুলিশিং, নড়াইল; জেলা পুলিশের বিভিন্ন পদমযার্দার কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট সমাজসেবকগণ; প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রেড ক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
All rights reserved © Tech Business Development Ltd.
Support BY TechITBD
error: Content is protected !!