নড়াইল প্রতিনিধি খন্দকার সাইফুলঃ
তথ্য ও সম্প্রচারর মন্ত্রনালয়ের সচিব মোঃ খাজা মিয়া করোনায় আক্রান্ত হওয়ায় আশু সুস্থ্যতা কামনায় নড়াইলের কালিয়ায় এলাকাবাসীর অংশগ্রহনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর উপজেলার চাচুড়ী ও পুরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে দোয়া পরিচালনা করেন ক্বারী মাওলানা মো. আলী হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মোল্যা, সচিবের ছোট ভাই আজাদ আবুল কালাম, আওয়ামী লীগ নেতা লুৎফার রহমান, আলমগীর হোসেন, সাংবাদিক ওমর ফারুক সহ চাচুড়ী ও পুরুলিয়া ইউপির সর্বস্তরের এলাকাবাসী। মহান আল্লাহর কাছে নড়াইলের এই কৃতি সন্তান মোঃ খাজা মিয়ার দ্রুত সুস্থ্যতা চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া বাদজুমা চাচুড়ী বাজারে অবস্থিত দুইটি মারকাজ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।