সামাজিক দুরত্ব বজায় রেখে টাঙ্গাইলের সকল উপজেলা ও সাব-পোস্টমাস্টারদের অংশগ্রহণে টাঙ্গাইল বিভাগীয় অফিস প্রাঙ্গনে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৮ জুন) সঞ্চয় ব্যাংক, সঞ্চয়পত্র, ডাক জীবনবীমা, ই- কমার্সের অটোমেশন ও বিবিধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোহাম্মদ ওমর ফারুক স্যার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রধান ডাকঘরের পোস্টমাস্টার (১ম শ্রেণী) কেরামত আলী, ডেপুটি পোস্টমাস্টার আমিনুল ইসলাম, পোস্ট অফিস সুপার আবদুর রশিদ, ডাক জীবনবীমার সুপার জাহাঙ্গীর আলম, পোস্ট অফিস পরিদর্শক শেখ হোসেন জুবায়ের ও পরিদর্শক (প্রশাসন) হাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ডাক বিভাগের মহাপরিচালক সিরাজ উদ্দীন স্যারের মাতার ইন্তেকালে এক মিনিট নিরাবতা পালন করা হয় এবং তাহার আত্মার মাগফিরাতের জন্য মোনাজাত করেন ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোহাম্মদ ওমর ফারুক স্যার ।