চট্টগ্রাম প্রতিনিধি#
ডিজিটাল যুগের অপার সম্ভাবনার সুযোগ কাজে লাগাতে ডাকঘরকে ডিজিটাল যুগের উপযোগী প্রযুক্তি প্রয়োগের বিকল্প নেই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম পোস্টাল বিভাগের উদ্যোগে ডাক অধিদপ্তরের আয়োজনে দুইদিন ব্যাপী ডিএমএস (পস মেশিন) বিতরণ ও পরিচালনা প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনের কর্মশালা চট্টগ্রাম পোস্টাল বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মুহাম্মদ আব্দুল্লাহ সভাপতিত্বে ও পিএমজি অফিসের উচ্চমান সহকারী সুষম কুমার বড়ুয়ার সঞ্চালনায় অদ্য ০৭ মে শনিবার অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডাক বিভাগ চট্টগ্রাম পূর্বাঞ্চল সার্কেলের পোস্টমাস্টার জেনারেল ড. মোঃ জামাল পাশা।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মেইলস) এস এম শাহাব উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন ডাক জীবন বীমা চট্টগ্রাম রিজিওনের আঞ্চলিক ম্যানেজার মামুনুর রশীদ, রাঙ্গামাটি পোস্টাল বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোঃ তৈয়ব আলী।
এসময় উপস্থিত ছিলেন পরিদর্শক(প্রশাসন) জুয়েল কান্তি দাশ, পরিদর্শক(কেন্দ্রীয় উপ-বিভাগ) ফারুক খান, পরিদর্শক(উত্তর উপ-বিভাগ) রাজীব চৌধুরী প্রমুখ।
পস মেশিন পরিচালনা প্রশিক্ষনের মাস্টার ট্রেইনার জিপিওর পোস্টমাস্টার আজিজুল হক, পিএমজি অফিসের উচ্চমান সহকারী হারন-অর-রশিদ, টেকনিশিয়ান বিজয় কুমার চক্রবর্তী, উদ্যোক্তা রাকিব উদ্দিন, উদ্যোক্তা সালেহীন ফরহাদ চৌধুরী, চট্টগ্রাম জিপিও’র লেটার রাইটার দ্বিপায়ন সুশীল প্রমুখ।
প্রধান অতিথি বলেন ডাকঘর একটি প্রাচীণ প্রতিষ্ঠান হিসেবে ডাকসেবা বেগবান করার জন্য প্রযুক্তিকে গ্রহণ করা ছাড়া কোন পথ নেই। ডাকঘর আর জরাজীর্ণ ডাকঘর হিসেবে পরিচিত থাকবে না। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের একটি শ্রেষ্ঠ সেবা প্রতিষ্ঠান হিসেবে ডাকঘরকে গড়ে তুলতে হবে।