চট্টগ্রাম প্রতিনিধিঃ রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে,
রানার চলছে খবরের বোঝা হাতে,
রানার রানার চলছে রানার!
রাত্রির পথে পথে চলছে কোনো নিষেধ জানে না মানার
দিগন্ত থেকে দিগন্ত ছুটছে রানার রানার,
কাজ নিয়েছে সে নতুন খবর আনার।
বিখ্যাত কবিতার রানার ছুটে চলার সে গল্প হয়তো আজ আগের মত নেই তারপর যুগের বিবর্তনে আজ ডাক বিভাগ তার স্বকীয়তা বজায় রেখে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে কাজ করে চলছে।
গ্রামীন ডাকঘর তথা শহরের ডাকঘর একই স্বকীয়তায় মানুষকে সেবা প্রদান করে চলছে যুগের পর যুগ ধরে। জরাজীর্ণ ডাকঘরকে নতুন রুপে গড়ে তোলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোঃ মঞ্জুরুল আলমের আর্থিক সহযোগিতায় উত্তর কাট্টলী শহর উপ ডাকঘরটি স্থাপন করা হয়। গতকাল ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উক্ত ডাকঘরের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম পোস্টাল বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল্লাহ।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোঃ মঞ্জুরুল আলম, বিশেষ অতিথি ছিলেন উত্তর কাট্টলী মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সিটি ও উত্তর উপ-বিভাগের পোস্ট অফিস পরিদর্শক রাজীব চৌধুরী, পোস্টমাস্টার কাজী মোঃ শহিদুল ইসলামসহ মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি বলেন বাংলাদেশে যতগুলো সরকারী সংস্থা আছে তার মধ্যে সব চাইতে বেশি বৃস্তিত ডাক বিভাগ। দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত ডিজিটাল সেবা প্রদান করছে চলছে বাংলাদেশ ডাক বিভাগ।
ডাকবিভাগের সাথে সাধারন মানুষের সম্পর্ক শত বছরের পুরোনো। যুগ পরিবর্তন হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে সেবাও পরিবর্তন হচ্ছে।
ডাকবিভাগ সমাজের সবচাইতে নিম্নশ্রেনীর মানুষ এবং রাষ্ট্রের অভিভাবক সবাইকেই সমানভাবে সেবা দিয়ে আসছে।