চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম জিপিও’র হল রুমে চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, নোয়াখালী ও কুমিল্লা পোস্টাল বিভাগের উদ্যোক্তাদের পোস্ট অফিস ব্যাংকিং কর্মশালা অদ্য ২২ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হয়।
ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফান আলী’র সভাপতিত্বে ও ব্যাংক এশিয়ার চট্টগ্রাম জোনের প্রথম ভাইস প্রেসিডেন্ট সালমা রহমানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডাক বিভাগ চট্টগ্রাম পূর্বাঞ্চল সার্কেলের পোস্টমাস্টার জেনারেল ড. মোঃ জামাল পাশা।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ মুজিবুল হক। ব্যাংক এশিয়ার পোস্ট ব্যাংকিং শাখার ভাইস প্রেসিডেন্ট কাজী মর্তুজা আলী, চট্টগ্রাম জোনাল হেড এস এম সাইফুল ইসলাম, সুমন রায়, চন্দন নাগ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সার্কেলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল মোঃ আমিনুর রহমান, জিপিও’র উধ্বর্তন পোস্টমাস্টার ড. মোঃ নিজাম উদ্দিন, চট্টগ্রামের ডিপিএমজি মোঃ আব্দুল্লাহ, রাঙ্গামাটি ডিপিএমজি মোঃ মোস্তফা কামাল, বান্দরবান ডিপিএমজি মোঃ সাহেদুজ্জামান সরকার, নোয়াখালী ডিপিএমজি মোঃ মাইনুর হোসেন খোশনবিশ, কুমিল্লার ডিপিএমজি মোঃ মঞ্জুরুল আলম, বাংলাদেশ ডিজিটাল পোস্ট অফিস উদ্যোক্তা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি দ্বিপায়ন সুশীল, রিফাত মাফরুহা, হেমায়েত হোসেনসহ ব্যাংক এশিয়ার কর্মকর্তাবৃন্দ, ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি ও বান্দরবান পোস্টাল বিভাগের উদ্যোক্তাবৃন্দ। কর্মশালায় প্রায় ৬০জন উদ্যোক্তা অংশ গ্রহণ করে।