বর্তমান সরকারের “গ্রাম হবে শহর” বাস্তবায়নে গ্রামীণ শাখা ডাকঘরকে ডিজিটাল করার লক্ষ্যে প্রযুক্তি নির্ভর পস মেশিন বিতরণ ও পরিচালনা প্রশিক্ষণ প্রথম দিনের কর্মশালা চট্টগ্রাম জিপিও’র হল রুমে অদ্য ০৬ মে শুক্রবার চট্টগ্রাম পোস্টাল বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে ও সুষম কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পূর্বাঞ্চল সার্কেলের পোস্টমাস্টার জেনারেল ড. মোঃ জামাল পাশা। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (ডাক সার্ভিস) এস এম শাহাব উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন এপিএমজি তাপস চাকমা, এপিএমজি অরুন বিকাশ চাকমা, পোস্টমাস্টার (ট্রেজারী) আব্দুর রহমান, প্রাক্তণ এপিএমজি(কর্ম) নুরুল কবির, পরিদর্শক (প্রশাসন) জুয়েল কান্তি দাশ, পরিদর্শক(উত্তর ও সিটি উপ-বিভাগ) রাজীব চৌধুরী, প্রশিক্ষণ পরিচালনা করেন মাস্টার ট্রেইনার আজিজুল হক, হারুনুর রশিদ, বিজয় কুমার চক্রবর্তী, রাকিব উদ্দিন, সালেহীন ফরহাদ, দ্বিপায়ন সুশীল, প্রমুখ।
কর্মশালায় উত্তর ও সিটি উপ-বিভাগের প্রায় ৬৯ জন ইডিএ ও ইডিডিএ অংশ গ্রহণ করেন।